আমরা অনেকসময় পেন্ড্রাইভ বা মেমরি কার্ডে ফাইল হাইড করে রাখি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আনহাইড করলেও ফাইলটা খুজে পাওয়া যায়না। সেগুলো কিভাবে বের করবেন আজকে সেটাই দেখাব ছোট একটি কৌশলের মাধ্যমে।
→ প্রথমে যে জায়গা থেকে ফাইলগুলো বের করবেন সেখানে যান
→ এরপর সেখানে সার্চ বক্সে "." লিখে সার্চ করুন
→ দেখবেন যে সেখানে যা ফাইল ছিল সবগুলো ফাইল চলে আসবে
ধন্যবাদ । বুঝতে কোন সমস্যা থাকলে বা কোন কিছু জানতে চাইলে এখানে কমেন্ট করুন অথবা ফেইসবুকে আমাকে নক করুন। যথা সম্ভব হেল্প করব ইন শা আল্লাহ
No comments:
Post a Comment