Friday, 4 September 2015
ফেসবুকে গোপনে মেসেজ পড়ার উপায়
ফেসবুকে আপনি কারো পাঠানো মেসেজ
পড়েছেন কি না,
তা মেসেজদাতা জেনে যায়। কিন্তু
এটি শেষ কথা নয়। ফেসবুকের এ
বিষয়টি বাদ দেওয়াও সম্ভব। এ লেখায়
থাকছে আপনি মেসেজটি পড়েছেন
কি না, তা গোপন করার উপায়। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস
ইনসাইডার।
ফেসবুকে আপনাকে কেউ মেসেজ
পাঠানোর পর আপনি যদি তা ওপেন
করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে।
এমনকি মেসেজটি কোন
সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। আর
এ পদ্ধতিকে অনেক ব্যবহারকারীই খুবই
বিরক্তিকর বলে মনে করে।
আপনি মোবাইল ফোনের
ক্ষেত্রে ফেসবুকের এ ‘সুবিধা’ বন্ধ
করতে পারবেন না।
তবে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার
থেকে লগইন করেন তাহলে এ
কাজটি করতে পারবেন।
এজন্য যা করতে হবে তা হলো, আনসিন
নামে একটি ফ্রি ফেসবুক অ্যাপ ইনস্টল
করে নেওয়া। ‘Unseen ’
অ্যাপটি গোপনে আপনার ফেসবুক
মেসেজগুলো পড়ে দেবে। এতে প্রেরক
জানতেও পারবে না যে, আপনি তার
মেসেজ পড়েছেন।
এ ছাড়াও রয়েছে Facebook Unseen
নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন।
এতে আপনি মেসেজ পড়েছেন
নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক
করে দিতে পারবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment