Saturday, 19 September 2015
Saturday, 5 September 2015
পছন্দের সব মুভি ডাউনলোড করুন HD ফরম্যাটে। (PC User)
বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালই আছেন।
আমরা যারা মুভি দেখার পাগল, নতুন কোন মুভি রিলিজ হলেই গুগলে সার্চ করা শুরু করে দেই। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুভির ডাউনলোড লিঙ্ক সহজে পাই না। ডাউনলোড লিঙ্ক পেতে গেলে এই বিজ্ঞাপন-সেই বিজ্ঞাপন, এই সার্ভে-সেই সার্ভে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। ফলাফল মুল্যবান সময় গুলো নষ্ট।
তাই বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি ইংলিশ মুভি, হিন্দি মুভি, টিভি শো, অ্যাডাল্ট কন্টেন্ট ইত্যাদি MKV, AVI, mp4 ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, কোন রকম ঝামেলা ছাড়াই তাও আবার HD কোয়ালিটিতে।
সফটওয়্যারটি ডাউনলোড করতেঃ এখানে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন
***ইন্সটল করার সময় অবশ্যই নেট চালু রাখতে হবে***
***ইন্সটল হতে ৫ থকে ১০ মিনিট সময় নিবে ভয় পাবার কিছু নেই, এটা কোন ভাইরাস না।
ইন্সটল হয়ে গেলে “Launch Graboid” এ ক্লিক করুন
তাহলে নিচের মত করে সফটওয়্যারটি ওপেন হবে। তারপর “Create Free Account” এ ক্লিক করতে হবে
তাহলে নিচের মত একটা পেজ ওপেন হবে। সব গুলো তথ্য সঠিক ভাবে পুরন করে “Create Free Account” এ ক্লিক করুন
তারপর আপনার ইমেইল ইনবক্স চেক করে দেখুন, নিচের মত একটি ইমেইল এসেছে। “Verify My Email Address” এ ক্লিক করুন
তাহলে নিচের মত আসবে, “Start” বাটনে ক্লিক করুন ব্যাস কাজ শেষ
বিস্তারিত নিচের চিত্রে দেখলেই বুঝবেন…
আপনাদের জন্য কষ্ট করে পোষ্ট টা করলাম আশা করি সবাই এক্টিভ থাকবেন।
Friday, 4 September 2015
ছাত্র / ছাত্রীদের জন্য নিয়ে এসেছি দারুন একটা অ্যাপস। সম্পুর্ন ইংরেজী শিখুন আপনার মোবাইলে। কেউ আর ইংরেজীতে খারাপ থাকবেন না।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে?? আশা করি ভালই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন এক টিউন। হয়ত এই টিউনের মুল কারন হল ছাত্ররা, তাই আজকের এই টিউনটি খুবই উপকারী ছাত্রদের জন্য। তাই তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তাই তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। টেনস ইংরেজী শেখার মুল ভিত্তি। তাই যদি পারেন তাহলে ছাত্ররা একটু মনোযোগ সহকারে একটু টেনস পড়ার চেষ্টা করবেন। আর তা যদি আপনার ফোনে থাকে তাহলে তো কোন কথাই নেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টেনস+ইংরেজী শেখার দারুন এক সফট্যওয়্যার। যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোড করুন।
আজ এ পর্যন্তই। যদি টিউনটি ভাল লাগে তাহলে একটা ধন্যবাদ দিয়েন। আর যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন আশা করি সমাধান দিতে পারব।
ব্রণের দাগ দূর করে ২০ মিনিটে রঙ ফর্সা করুন খুব সহজে !
যাদের মুখে ব্রণ আছে, তাঁরা কোন রঙ ফর্সা করা ক্রিম
ব্যবহার করতে পারেন না। এসব ক্রিমে ব্রণে দাগ তো কমেই
না, উল্টো আরও ব্রণের বাড়ে। তাহলে উপায়? ঈদের সময়ে কি
এমনও নিষ্প্রাণ চেহারা নিয়েই থাকতে হবে আপনাকে?
তাহলে জেনে নিন ২০ মিনিটে ব্রণের দাগ সহ যে কোণ দাগ
কমিয়ে রঙ ফর্সা করার একটি দারুণ কার্যকরী উপায়। যাদের
মুখে ব্রণ নেই, তাঁরাও এটা ব্যবহার করতে পারবেন!
এই পদ্ধতিতে আমরা ব্যবহার করবো দুধ ও জায়ফল গুঁড়ো।
অনেকের জায়ফলে এলার্জি থাকতে পারে, তাঁরা এটা
ব্যবহার করবেন না। এই প্রক্রিয়াটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।
নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন। এছাড়াও প্রথম
ব্যবহারেই পার্থক্য নজরে পড়বে।
যা যা লাগবে
কাঁচা দুধ
তাজা জায়ফলের গুঁড়ো
প্রণালি
-তাজা জায়ফলকে মিহি গুঁড়ো করে নিন। মুখে ব্রণ
থাকলে অর্ধেক জায়ফল নিন। ব্রণ না থাকলে একটি পুরোটাই
নিতে পারেন।
-যতখানি গুঁড়ো হবে, ততখানি কাঁচা দুধ দিয়ে পেস্ট বানিয়ে
নিন।
-এবার এই পেস্ট মুখে মাখুন। শুধু মুখ কেন, শরীরের যে
কোন অঙ্গে ব্যবহার করতে পারেন।
-২০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। পার্থক্য দেখতে পাবেন
নিজেই!
-ভালো ফল পেতে সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন।
পেন্ড্রাইভ বা মেমরি কার্ডে লুকানো ফাইল বের করুন
আমরা অনেকসময় পেন্ড্রাইভ বা মেমরি কার্ডে ফাইল হাইড করে রাখি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আনহাইড করলেও ফাইলটা খুজে পাওয়া যায়না। সেগুলো কিভাবে বের করবেন আজকে সেটাই দেখাব ছোট একটি কৌশলের মাধ্যমে।
→ প্রথমে যে জায়গা থেকে ফাইলগুলো বের করবেন সেখানে যান
→ এরপর সেখানে সার্চ বক্সে "." লিখে সার্চ করুন
→ দেখবেন যে সেখানে যা ফাইল ছিল সবগুলো ফাইল চলে আসবে
ধন্যবাদ । বুঝতে কোন সমস্যা থাকলে বা কোন কিছু জানতে চাইলে এখানে কমেন্ট করুন অথবা ফেইসবুকে আমাকে নক করুন। যথা সম্ভব হেল্প করব ইন শা আল্লাহ
ফেসবুকে গোপনে মেসেজ পড়ার উপায়
ফেসবুকে আপনি কারো পাঠানো মেসেজ
পড়েছেন কি না,
তা মেসেজদাতা জেনে যায়। কিন্তু
এটি শেষ কথা নয়। ফেসবুকের এ
বিষয়টি বাদ দেওয়াও সম্ভব। এ লেখায়
থাকছে আপনি মেসেজটি পড়েছেন
কি না, তা গোপন করার উপায়। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস
ইনসাইডার।
ফেসবুকে আপনাকে কেউ মেসেজ
পাঠানোর পর আপনি যদি তা ওপেন
করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে।
এমনকি মেসেজটি কোন
সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। আর
এ পদ্ধতিকে অনেক ব্যবহারকারীই খুবই
বিরক্তিকর বলে মনে করে।
আপনি মোবাইল ফোনের
ক্ষেত্রে ফেসবুকের এ ‘সুবিধা’ বন্ধ
করতে পারবেন না।
তবে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার
থেকে লগইন করেন তাহলে এ
কাজটি করতে পারবেন।
এজন্য যা করতে হবে তা হলো, আনসিন
নামে একটি ফ্রি ফেসবুক অ্যাপ ইনস্টল
করে নেওয়া। ‘Unseen ’
অ্যাপটি গোপনে আপনার ফেসবুক
মেসেজগুলো পড়ে দেবে। এতে প্রেরক
জানতেও পারবে না যে, আপনি তার
মেসেজ পড়েছেন।
এ ছাড়াও রয়েছে Facebook Unseen
নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন।
এতে আপনি মেসেজ পড়েছেন
নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক
করে দিতে পারবেন।
Subscribe to:
Posts (Atom)